মেয়েদের মুখের কালো দাগ দূর করার উপায়
বিভিন্ন কারণবশত দেখা যায় মেয়েদের মুখে কালো দাগ পড়ে যায়। এ কারণে তারা বিভিন্ন দুশ্চিন্তায় পড়ে যায় যে এই দাগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। তাই আর কোন টেনশন নেই আমরা নিয়ে চলে আসলাম আপনারা কিভাবে মুখের কালো দাগ দূর করবেন সেই উপায়গুলো নিয়ে।
আপনারা যারা কালো দাগ দূর করার উপায়গুলো খুঁজছেন তারা আজকের এই আর্টিকেলটি পড়তে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে মুখের কালো দাগ থেকে মুক্তি পাওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক মুখের কালো দাগ দূর করার উপায় গুলো।
পেজ সূচিপত্রঃমেয়েদের মুখের কালো দাগ দূর করার উপায়
- মেয়েদের মুখের কালো দাগ দূর করার ক্রিম
- লেবু দিয়ে মুখের কালো দাগ দূর করার উপায়
- এলোভেরা দিয়ে মুখের কালো দাগ দূর করার উপায়
- ব্রণের দাগ দূর করার ক্রিমের নাম এবং বিবরণ
- শেষ কথা
মেয়েদের মুখের কালো দাগ দূর করার ক্রিমঃ-
আমার প্রায় সকলের শরীর চর্চা এবং রূপের চর্চা করতে খুবই পছন্দ করি। আমাদের মুখে যদি কোন রকমের স্পট থাকে তাহলে আমাদের চেহারা দেখতে অনেক খারাপ দেখায়। রাস্তাঘাটে চলাচল করতে অসুবিধা হয় বন্ধু ভালো সাথে ঘুরতেও সমস্যা হয় অনেক। আর যদি আমাদের রূপ বা চেহারা সব সময় মলিন রাখতে চাই তাহলে আমাদের ভালো ধরনের ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করতে হবে।
আরও পড়ুনঃ শিশু ডেঙ্গু রোগের লক্ষণ ও প্রতিকার
আমরা যদি কোন দোকান থেকে না জেনে না বুঝে একটি ক্রিম নিয়ে ব্যবহার করতে
থাকি এবং সেটির কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই সেটা দিলে চেহারার ক্ষতি হবে আমার
ঠিক ওইটাই ব্যবহার করি। এবং পরবর্তীতে দেখা যায় যে আমাদের মুখে অনেক ধরনের ব্রণ
বা কালো দাগ বের হয়ে থাকে। আর যদি এগুলো থেকে বিরত থাকা যায় তাহলে এর চেহারার
কোন ক্ষতি হবে না।
আমরা যদি কোন ক্রিম ব্যবহার করি তাহলে সর্বপ্রথম ডাক্তারের পরামর্শ অনুযায়ী
ক্রিম ব্যবহার করব। আমরা যদি ডাক্তারের পরামর্শ না নিয়ে আজেবাজে ক্রিম ব্যবহার
করি তাহলে আমাদের চেহারার জন্য অনেক ক্ষতি। তাই চেহারার ক্ষতি করার আগেই আমরা
ডাক্তারের পরামর্শ অবশ্যই নিব। মুখের কালো দাগ দূর করতে হলে বাড়িতে বসে অনেক
রেসিপি তৈরি করে তা দূর করা সম্ভব হয়।
লেবু দিয়ে মুখের কালো দাগ দূর করার উপায়ঃ-
আমাদের প্রায় সবারই একটা চেহারা রয়েছে এবং এই চেহারার মাধ্যমে আমরা অনেকে
মেয়ে পটানোর চেষ্টা করি। আর সেই চেহারাতে যদি কোন রকম কালো দাগ বা ব্রণ থাকে
তাহলে অনেক মেয়ে তা দেখে প্রপোজ রিজেক্ট করে দেয়। আমরা যদি আমাদের চেহারার
বা ফেসের ব্রণ বা কালো দাগ সরিয়ে ফেলতে চায় তাহলে অনেক ধরনের উপায় রয়েছে।
যেমনঃ-আমাদের প্রায় সকলের বাড়িতেই লেবু পাওয়া যায় সে লেবু দিয়ে আমরা যদি
প্রতিদিন রেগুলার নিয়মিত এবং যে নিয়মে মাখতে হবে ঠিক সেই নিয়মেই ব্যবহার করব।
এটি ব্যবহার করতে করতে এমনিতেই ফেসের একটি সৌন্দর্য উপলব্ধি হবে। এক সপ্তাহ থেকে
১৫ দিনের ভেতরের মধ্যে আপনার ফেসের রেজাল্ট পেয়ে যাবেন।
আর আমরা কখনোই কোন দোকান থেকে কারো পরামর্শ নিয়ে কোন ক্রিম ব্যবহার করব না। যদি
আমরা অন্যের পরামর্শ নিয়ে আজেবাজে ক্রিম ব্যবহার করি তাহলে আমাদের ফেসের জন্য
অনেক ক্ষতি। আর আমরা যদি পারি তাহলে বাড়িতে বসে থেকেই ঠিক গোসলের দশ মিনিট আগে
নিমপাতা লেবুর রস একসাথে মিক্স করে তা আমাদের ফেসে ব্যবহার করব।
অ্যালোভেরা দিয়ে মুখের কালো দাগ দূর করার উপায়ঃ-
আমাদের মুখে কোন কালো দাগ বা ব্রণ থাকলে দেখতে একদম বিচ্ছিরি লাগে। এবং আমরা সেই
ব্রণ আর কালো দাগ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক ধরনের ক্রিম ব্যবহার করি। তার
সাথে কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ বা ক্রিম
ব্যবহার করে। আমাদের যেটাই হোক না কেন সর্বপ্রথম আমরা ডাক্তারের পরামর্শ নিব।
আরও পড়ুনঃ টাই বাধার নিয়ম
এবং আরো কিছু মাধ্যম রয়েছে যার মাধ্যমে মুখের কালো দাগ মুক্ত করা যায়। যেমন
আমরা প্রায় সবাই অ্যালোভেরা নামে একটি গাছ দেখেছি। এটি আমরা অনেকেই ব্যবহার করি
আবার কেউ কেউ মাথার চুলে ও দিয়ে থাকে আবার কেউ কেউ এটা পানির সাথে শরবত বানিয়ে
খেয়ে থাকে। এটি একটি প্রাকৃতিক ওষুধ নামেই পরিচিত।
এই অ্যালোভেরাটি আমরা যদি আমাদের ফেসে ব্যবহার করেন নিয়মিত তাহলে আমাদের মুখের
কালো দাগ বা ব্রণ দূর হতে পারে। এটি সর্বপ্রথম গাছ থেকে সুন্দর করে কেটে নিয়ে
এলোভেরা টির চামড়াটি খসিয়ে নিয়ে তার ভিতরে কিছু লালচে সাদা কালারের অংশ দেখা
যায়। সেটি আমাদের শরীরের জন্য অনেক উপকারী এটি আপনারা চাইলে খেতেও পারেন। সেই
অংশগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে সেটি একটি বাটিতে মিক্স করে আমাদের মুখে ১৫
থেকে ২০ দিন ব্যবহার করলে মুখের কালো দাগ বা ব্রণ থেকে মুক্তি পেতে পারেন।
ব্রণের দাগ দূর করার ক্রিমের নাম এবং বিবরণঃ-
আমাদের পৃথিবীতে অনেক ধরনের ক্রিম রয়েছে এবং ওষুধও রয়েছে। যা আমাদের মুখে
ব্যবহার করে থাকি। আমাদের পৃথিবীতে এমন এমন ক্রিম রয়েছে যা খুবই উন্নত
মানের এবং ভালো কাজ করে। আবার এমন এমন ক্রিম রয়েছে শুধু নামটা কি খুবই কিন্তু
কাজে একদমই নেই। আমরা যদি বাজার থেকে কোন ক্রিম কিনে থাকি তাহলে সর্বপ্রথম ডেট
দেখে তা ক্রয় করব।
আমরা অনেকেই বলি যে বিদেশী ক্রিম বিদেশি এই বিদেশী সেই খুবই ভালো। কিন্তু এই
বিদেশী ক্রিমের ভিতরে অনেক ক্রিম রয়েছে যা একেবারেই বাজে। আমরা বিদেশি দেশি কোন
ক্রিম যদি ব্যবহার না করি এবং ভালোভাবে চলাফেরা করি তাহলে আমাদের মুখে কোন কালো
দাগ বা ব্রণ বের নাও হতে পারে। বিদেশি ক্রিম যদি আমরা ক্রয় করেও থাকি তাহলে সেটি
কোম্পানি ভালো করে যাচাই-বাছাই করে ক্রয় করব।
আরও পড়ুনঃ মুখের লাল দাগ দূর করার উপায়
আবার আপনারা যদি ক্রিম ব্যবহার করে থাকেন তাহলে এক ক্রিম যদি এক মাস ব্যবহার করেন আরেকটি ক্রিম ওই একই ক্রিম ব্যবহার না করে অন্যটা ব্যবহার করছেন তাহলে সেটি আপনি মস্ত বড় ভুল করছেন। কেননা যখন আপনি একই রকমের ক্রিম সব সময় ব্যবহার করেন তার ভিতরে যদি আরেক কোম্পানি ক্রিম ব্যবহার করেন তাহলে আপনার মুখে অনেক ধরনের সমস্যা হতে পারে এবং সেটি অনেক মারাত্মক একটি অবস্থায় নিয়ে যেতে পারে।
মেয়েদের মুখের কালো দাগ দূর করার উপায় - শেষ কথাঃ-
আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি মেয়েদের মুখের কালো দাগ দূর করার উপায়
সম্পর্কে। আশা করি আপনারা পুরো আর্টিকেলটি পড়ে বুঝতে পেরেছেন যে মেয়েদের মুখে
কালো দাগ দূর করতে হয় কি করে। যদি আপনাদের এই পোস্টটি ভালো লাগে তাহলে বেশি বেশি
শেয়ার করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ।
লাইফ ফ্রিল্যান্সারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url